চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর ভস্মীভূত হয়েছে। গতকাল রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামে এ আগুন লাগে।
ক্ষতিগ্রস্তরা হলেন- মজিবুল হক, মাওলানা আবুল হোসেন ও জসিম উদ্দিন।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে গেছে।