আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। শুক্রবার কমপক্ষে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ঘটনা ঘটল। দেশটির উত্তর পিয়ংইয়ং প্রদেশের উপকূলীয় এলাকা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
এলাকাটি চীনের সীমান্তবর্তী এলাকা লাগোয়া। ক্ষেপণাস্ত্র দুইটি ৪৩০ কিলোমিটার দূরে আঘাত হেনেছে। উত্তর কোরিয়ার এ পদক্ষেপ নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
আরও পড়ুন:
বাবার বাড়ি যাওয়া হল না, লরি চাপায় পথেই প্রাণ গেল দুই নারীর
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে
সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের উদ্দেশ্য: ইনু
করোনা সংক্রমণ প্রতিরোধে আজ থেকে নতুন নিয়মে গণপরিবহন চালু
দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকির কি না, ত পর্যবেক্ষণ করছে তারা।