ভারতের কাছ থেকে মিসাইল সিস্টেম কিনবে ফিলিপাইন

ছবি : আলজাজিরা

ভারতের কাছ থেকে মিসাইল সিস্টেম কিনবে ফিলিপাইন

অনলাইন ডেস্ক

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা। ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা জানিয়েছেন, নৌবাহিনীকে শক্তিশালী করতে ভারতের কাছ থেকে প্রায় ৩৭৫ মিলিয়ন ডলারে একটি উপকূলভিত্তিক অ্যান্টি-শিপ মিসাইল সিস্টেম কেনার একটি চুক্তি চূড়ান্ত হয়েছে।

লরেঞ্জানা আরো জানান, ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী, দেশটির ব্রাহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড ফিলিপাইনকে তিনটি ব্যাটারি, ট্রেন অপারেটর এবং রক্ষণাবেক্ষণকারী সরবরাহ ছাড়াও লজিস্টিক সহায়তা দেবে।

আরও পড়ুন:

কানাডার রাজধানীতে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ

রয়টার্সের খবরে বলা হয়, ফিলিপাইনের ২০০ নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোনে বিদেশি জাহাজের অনুপ্রবেশ ঠেকাতেই মূলত দিল্লীর কাছ থেকে অ্যান্টি শিপ মিসাইল সিস্টেম সংগ্রহের উদ্যোগ নিয়েছে ম্যানিলা।

ব্রহ্মোস - ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগ - একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়  বলেছে যে এটি বিশ্বের দ্রুততম ক্ষেপণাস্ত্র।

প্রথম দেশ হিসেবে ফিলিপাইন এটি  কিনছে।

news24bd.tv/এমি-জান্নাত   


 

এই রকম আরও টপিক