গাজীপুরের শ্রীপূরে চাঞ্চল্যকর ছাত্রলীগ কর্মী নয়ন হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে। নিহতের ভাই রতন শেখ বাদী হয়ে ২১জনের নাম এবং আরও ১০ অজ্ঞাত ব্যক্তি সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে যুবলীগ নেতা খায়রুল মীরকে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩জানুয়ারি) রাতে উপজেলার কাওরাইদ বাজারে আ.লীগ অফিসে ছাত্রীগ নেতা নয়ন শেখকে অবরুদ্ধ করে মারপিট করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই রতন শেখ বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে খায়রুল মীরকে। ২১জনের নাম সহ অজ্ঞাত ১০জন সহ ৩১জনের বিরুদ্ধে মামলা করা হয়।
আরও পড়ুন: আয়া দিয়ে প্রসূতির সিজার, কেটে ফেলল নবজাতকের কপাল
শুক্রবার রাত সাতটার দিকে বেলদিয়া গ্রামে নয়নের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ শত শত লোক অংশগ্রহণ করেন।
এ দিকে নয়ন হত্যাকাণ্ডের দু'দিন পরও কোন আসামি গ্রেপ্তান হয়নি। শনিবার দুপুরে নয়নের বাড়িতে গিয়ে দেখা যায় নয়নের বৃদ্ধা মা মনোয়ারা বেগম পুত্র শোকে অসুস্থ্য হয়ে পড়েছেন।
শোকে কাতর মনোয়ারা বলেন, খায়রুল তার লোক নিয়ে আমার পুত্রকে মারছে। আমি অনেক হাতে পায়ে ধরেছি। তারা নয়নকে ছাড়েনি। প্রাণে বাঁচতে নয়ন পুকুরে পরেও বাঁচতে পারেনি। আমি নয়ন হত্যাকারীদের বিচার চাই।
মামলার বাদী নয়নের বড় ভাই রতন শেখ জানান, ঘটনার দুদিন পার হলেও কোন আসামি গ্রেপ্তার হয়নি। তিনি অবিলম্বে আসামিদের ধরে আইনের আওতায় আনার দাবি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারওয়ার জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছে। আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
news24bd.tv/ কামরুল