বরিশাল-ঝালকাঠির ৮ রুটে ফের বাস চলাচল বন্ধ

বরিশাল-ঝালকাঠির ৮ রুটে ফের বাস চলাচল বন্ধ

বরিশাল অফিস

সড়কের ন্যায্য হিস্যা নিয়ে বরিশালের রূপাতলী ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বরিশাল থেকে ঝালকাঠি হয়ে ৮ রুটে সরাসরি বাস চলাচল আবারও বন্ধ হয়ে গেছে।  পরস্পরবিরোধী দাবি-দাওয়া নিয়ে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক সমিতির সঙ্গে ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির বিরোধে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ওই রুটের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

বন্ধ রুটগুলো হলো- বরিশাল-খুলনা, বরিশাল-ভান্ডারিয়া, বরিশাল-পিরোজপুর, বরিশাল-মঠবাড়িয়া, বরিশাল-আমুয়া, বরিশাল-ঝালকাঠি, বরিশাল-নলছিটি ও বরিশাল-পাথরঘাটা।

অপরদিকে, পিরোজপুর এবং ঝালকাঠি থেকে ছেড়ে আসা বাসগুলোও বরিশাল-ঝালকাঠি সীমান্তে কালিজিরা ব্রিজের পশ্চিম ঢালে অস্থায়ী টার্মিনালে এসে যাত্রী নামিয়ে দিচ্ছে।

উল্লেখ্য, সড়কের ন্যায্য হিস্যা নিয়ে দুই মালিক সমিতির দ্বন্দ্ব গেল ৬ মাসেরও বেশি সময় ধরে চলে আসছে। ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিভাগীয় কমিশনারের অনুরোধে বরিশাল রূপাতলী টার্মিনাল থেকে উল্লিখিত ৮ রুটে ১৪ জুন থেকে ২০ জুন সরাসরি বাস চলাচল করছিল। কিন্তু আজ ২১ জুন থেকে আবারও সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি।

ঝালকাঠির শ্রমিক নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর