রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীতে তিনজন ও ঢাকার বাইরের হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পাঁচজন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
আরও পড়ুন:
বাবার বাড়ি যাওয়া হল না, লরি চাপায় পথেই প্রাণ গেল দুই নারীর
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে
সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের উদ্দেশ্য: ইনু
করোনা সংক্রমণ প্রতিরোধে আজ থেকে নতুন নিয়মে গণপরিবহন চালু
এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১১ জন রোগী ভর্তি রয়েছেন।
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।