ভারতের দক্ষিণে মাদুরাই জেলায় বার্ষিক ঐতিহ্যবাহী ষাঁড় লড়াইয়ের উৎসব জাল্লিকাট্টু-তে অন্তত একজন মারা গেছেন। আহত হয়েছেন ৮০ জন।
জাল্লিকাট্টু যা স্প্যানিশ খেলার একটি ভারতীয় সংস্করণ ষাঁড়কে হত্যা করা নয় বরং তাদের উপর আধিপত্য বিস্তার করা । তীক্ষ্ণ শিং দিয়ে বাঁধা অর্থের বান্ডিল বা অন্যান্য ট্রিট ছিনিয়ে নেওয়া।
আরও পড়ুন:
ভারতের কাছ থেকে মিসাইল সিস্টেম কিনবে ফিলিপাইন
কানাডার রাজধানীতে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ
উৎসবের পর আহত বেশ কয়েকজনকে চিকিৎসা নিতে দেখা গেছে। ভারতের শীর্ষ আদালত ২০১৪ সালে জল্লিকাট্টুকে বেআইনি ঘোষণা করে। তবে, তামিলনাড়ুর রাজ্য সরকার ২০১৭ সালে জাল্লিকাট্টু বিল পাস করে, ঐতিহ্যবাহী খেলা হিসাবে অনুমতি দেয়।
প্রতিবেদন অনুসারে, শ্রীরঙ্গমের জি. মীনাচি সুন্দরম তার ষাঁড়টিকে ভাদিভাসলের দিকে নিয়ে যাওয়ার সময় দুর্ভাগ্যজনক দুর্ঘটনাটি ঘটে।
news24bd.tv/এমি-জান্নাত