পিরোজপুরের মঠবাড়িয়ায় এক সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় ছেলেকে বাচাঁতে এসে নির্যাতনের শিকার হন ৬৬ বছরের বৃদ্ধা মা বিবি বেগম। পিটিয়ে ভেঙে দেয়া হয় ডান হাত। এসময় প্রাণে বাচাঁতে জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার সকালে মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচড়া গ্রামে এঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা জানান, সৌদি প্রবাসী সাইদুল গত এক মাস আগে দেশে এসেছে। গ্রামের প্রতিবেশী সুমন ও সোহাগ নামের দুই ভাইর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে এ হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে প্রতিপক্ষরাও অভিযোগ করেন, হামলায় তাদেরও একজন আহত হয়েছে।
আর মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান,হামলার অভিযোগ জানার সাথে সাথে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv/আলী