ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ ২২ জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোররাতে মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, অবৈধভাবে যাদবপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ৩৪৪৭
এ সময় কানাইডাঙ্গা গ্রামের মেহগনী বাগান থেকে নারী, পুরুষসহ ২২ জনকে আটক করা হয়।
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।
news24bd.tv/ কামরুল