অধ্যাপক সাইদা হত্যা: আসামি আনোয়ারুল ৩ দিনের রিমান্ডে

সাইদা গাফফার

অধ্যাপক সাইদা হত্যা: আসামি আনোয়ারুল ৩ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আনোয়ারুল ইসলামের (২৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

আজ বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট শুনানি শেষে এ আদেশ দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) ফাহিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে কাশিমপুর থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদনসহ আনোয়ারুলকে আদালতে পাঠায়।

আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ সাইদা গাফফারের মরদেহ গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর থানার পানিশাইল এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি নিখোঁজ হওয়ার ঘটনায় তার মেয়ে সাইদা আফরিন ১২ জানুয়ারি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন: 


বাবার বাড়ি যাওয়া হল না, লরি চাপায় পথেই প্রাণ গেল দুই নারীর

রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের উদ্দেশ্য: ইনু

করোনা সংক্রমণ প্রতিরোধে আজ থেকে নতুন নিয়মে গণপরিবহন চালু


আনারুল গাইবান্ধার সাদুল্লাহপুর থানার বুর্জুগ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে।

অধ্যাপক সাইদা গাফফারকে হত্যার পর তিনি তার গ্রামের বাড়িতে আত্মগোপন করেন। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিহত সাইদা গাফফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ২০১৬ সালে অবসর গ্রহণ করেন। তার প্রয়াত স্বামী জহিরুল হকও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

news24bd.tv/ নাজিম