ইউক্রেন ইস্যুতে এবার উদ্বেগের কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার ফোনে কথা বলেন দুই নেতা।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। এ সময় উত্তেজনা এড়াতে ন্যাটোর সম্মিলিত সংকল্পের ওপর জোর দিয়েছেন তারা।
আরও পড়ুন:
ভারতের কাছ থেকে মিসাইল সিস্টেম কিনবে ফিলিপাইন
কানাডার রাজধানীতে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ
ইউক্রেন ছাড়াও জলবায়ু পরিবর্তন ও শরণার্থী ইস্যু নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক ইস্যুর বাইরে ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টা নিয়েও কথা বলেন।
news24bd.tv/এমি-জান্নাত