হাড় কাঁপানো শীতের কষ্টেও হাসি ফুটেছে ময়মনসিংহের শতাধিক এতিম ও পথশিশুদের মুখে। শনিবার দুপুরে নগরীর কেওয়াটখালী এলাকায় আত তাবীব মাদ্রাসা ও এতিমখানায় এসব শিশুদের হাতে কম্বল তুলে দেয়া হয়। এরপরপরই খুশীতে উচ্ছ্বসিত হয়ে উঠে শিশুরা। দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
কালের কন্ঠ শুভ সংঘ ময়মনসিংহের বন্ধুরা এ কাজে সহযোগিতা করেন।
আরও পড়ুন:
ভারতের কাছ থেকে মিসাইল সিস্টেম কিনবে ফিলিপাইন
কানাডার রাজধানীতে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ
এ সময় উপস্থিত ছিলেন আততাবীম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্টাতা মিজানুর রহমান, কালের কন্ঠের ময়মনসিংহ প্রতিনিধি নিয়ামুল কবীর সজল, শুভসংঘের পারভেজ, ওয়ারেছ বাবু, মোস্তফা, কারিতাস কর্মকর্তা বিপাশা মানকিন প্রমুখ। কারিতাস কর্মকর্তা বিপাশা মানকিন বলেন পথ শিশুরা প্রথম বারের মতো এমন কম্বল পেল। শিশুরা কম্বল পেয়ে খুবই খুশী।
আত তাবীব এতিম খানার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান বলেন, এতিমখানার শিশুরা কম্বল পাওয়ায় তারা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ। মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের জন্য তারা দোয়া করছেন।
news24bd.tv/আলী