২০২০ সালের মধ্যে পৃথিবীর উপগ্রহে মহাকাশচারীদের অবতরণ করার এবং সেখানে একটি ঘাঁটি স্থাপন করার পরিকল্পনা করছে চীন। চীনের জিয়াংসু প্রদেশে অবস্থিত সেই সুবিধাটি চাঁদের অন্বেষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞানীরা কৃত্রিম একটি চাঁদ তৈরি করছেন যা কম মাধ্যাকর্ষণে পরীক্ষা চালানো সম্ভব করবে।
আরও পড়ুন:
ভারতের কাছ থেকে মিসাইল সিস্টেম কিনবে ফিলিপাইন
কানাডার রাজধানীতে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ
গবেষকরা বলছেন, তারা রাশিয়ান-ডাচ-ব্রিটিশ পদার্থবিদ আন্দ্রে গেইম-এর দ্বারা পরিচালিত একটি পরীক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। ওই পদার্থবিদ একটি ব্যাঙকে উড়িয়ে দেওয়ার জন্য চুম্বক ব্যবহার করেন।
চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজির জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার লি রুইলিন বলেছেন, একটি প্রভাব পরীক্ষার জন্য মাত্র কয়েক সেকেন্ডের প্রয়োজন। কিন্তু অন্যান্য পরীক্ষা, যেমন- ক্রীপ টেস্টিং করতে কয়েক দিন সময় লাগতে পারে।
news24bd.tv/এমি-জান্নাত