ট্রাকের ড্রাইভিং সীটের নিচে মিললো সাড়ে ১৯ হাজার ইয়াবা

প্রতীকী ছবি

ট্রাকের ড্রাইভিং সীটের নিচে মিললো সাড়ে ১৯ হাজার ইয়াবা

অনলাইন ডেস্ক

ফেনীতে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আবদুল মতিন নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ দুপুরে ফেনীর ফতেহপুর এলাকায় একটি ট্রাক থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।  

আটক আবদুল মতিন ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া এলাকার মৃত ফজলুল করিম মাষ্টারের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

 

একপর্যায় চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাককে সন্দেহাতীত থামানোর সংকেত দিলে ট্রাকটি র‌্যাবের চেক পোষ্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িসহ মাদক কারবারীকে আটক করে।

আরও পড়ুন: 


বাবার বাড়ি যাওয়া হল না, লরি চাপায় পথেই প্রাণ গেল দুই নারীর

রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের উদ্দেশ্য: ইনু

করোনা সংক্রমণ প্রতিরোধে আজ থেকে নতুন নিয়মে গণপরিবহন চালু


পরে আটককৃত আসামির দেখানো মতে ট্রাকের ভেতরে ড্রাইভিং সীটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ট্রাকটিও জব্দ করা হয়।  

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।

news24bd.tv/ নাজিম

এই রকম আরও টপিক