সেলফি বিক্রি করে কোটিপতি!

সংগৃহীত ছবি

সেলফি বিক্রি করে কোটিপতি!

অনলাইন ডেস্ক

স্মার্টফোন আসার সাথে সাথে বেড়েছে মানুষের সেলফিপ্রেম। মেয়েদের পাশাপাশি ছেলেরাও এখন তুলছে সেলফি। তবে কেউ সেলফি তুলে কোটিপতি হয়ে গেলে বিষয়টা অনেকটা বিস্ময়ের!

মালয়েশিয়ার সেমারাং সেন্ট্রাল জাভার বাসিন্দা ২২ বছর বয়সী ঘোজালি সেলফি তুলেই হয়েছেন কোটিপতি। তিনি গত পাঁচ বছর ধরে প্রতিদিন একটি করে সেলফি তোলেন।

কিন্তু জানতেন না সেলফির এই শখ তাকে কোটিপতি করে তুলবে। এখন পাঁচ বছর পর তাঁর সেলফি লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। তিনি তার সেলফিগুলোকে এফএফটিতে রূপান্তরিত করেছেন। যা থেকে তিনি এখন কোটি টাকা আয় করছেন।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি তার কম্পিউটারের সামনে বসে প্রতিদিন নিজের ছবি তুলতেন। এখন তাঁর এই ছবিগুলোই কোটি টাকায় পরিণত হয়েছে। তার সেলফিগুলো এনএফটি অর্থাৎ ‘নন ফানজিবল টোকেনে’ রূপান্তরিত হয়েছে। এনএফটি একটি অনলাইন মুদ্রা। মানুষ ঘোঁজালির এনএফটি কিনে নিজের কাছে জমা করছে। আর এতেই এই তরুণী কোটিপতি হয়েছেন।

আরও পড়ুন:

ভারতের কাছ থেকে মিসাইল সিস্টেম কিনবে ফিলিপাইন

কানাডার রাজধানীতে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ

৯ জানুয়ারি থেকে ঘোজালি তার সেলফি বিক্রি শুরু করেন। আর মাত্র পাঁচ দিনের মধ্যে সেলফি বিক্রি করে কোটিপতি হয়ে যান তিনি।

রিপোর্ট অনুযায়ী, সেলিব্রিটিরা ঘোজালির সেলফি বিক্রিতে অনেক সাহায্য করেছেন। ইন্দোনেশিয়ার অনেক সেলিব্রিটি তার ছবি প্রচার করেছেন। ঘোজালি ভিডিও করার জন্য পাঁচ বছর ধরে নিজের ছবি তুলে আসছেন।

খবর : টেকজুম

news24bd.tv/এমি-জান্নাত