শুরুতেই ভোট দিলেন তৈমূর

তৈমূর আলম খন্দকার

শুরুতেই ভোট দিলেন তৈমূর

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শুরুতেই ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। আজ রোববার সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জ মাজদাইর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তিনি।

বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। যা টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবার প্রথমবারের মতো নাসিকের শতভাগ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেওয়া হচ্ছে।

নাসিক নির্বাচন ঘিরে উৎসবের আমেজ নগরজুড়েই। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুবার মেয়র পদে জয়ী হওয়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী।

তিনি একই দলের নৌকা প্রতীকের প্রার্থী। মেয়র পদে অন্য প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। হাতি প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির চেয়ারপারসনের এই সাবেক উপদেষ্টা।

আরও পড়ুন:


নাসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু


উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে, নাকি তৈমূর আলম খন্দকারকে বেছে নেবেন ভোটাররা- তা জানতে এখন কেবল একটু অপেক্ষা। তবে আগামী নগরপিতা যিনিই হোন না কেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই বলছেন নগরবাসী।

news24bd.tv রিমু