ভোট সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জয়ী হবো: তৈমূর

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার

ভোট সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জয়ী হবো: তৈমূর

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দিনের শুরুতেই ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

ভোট প্রদান শেষে গণমাধ্যমে তৈমূর আলম খন্দকার বলেন, ভোট সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জয়ী হবো।

জয়ের ব্যপারে আশাবাদি তিনি।

রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় মাজদাইর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

তবে এ সময় সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের একটি কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতে দেয়নি বলেও অভিযোগ করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

এর আগে সকালেই ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

সকাল ৮টায় তিনি শহরের মাসদাইর এলাকার আদর্শ স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

সকাল থেকেই ভোটাররা দলে দলে কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ভোটকে কেন্দ্র করে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

ভোটাররা বলছেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের সিটি মেয়রকে বেছে নেবেন। তারা আশা করছেন, ভোটগ্রহণের শুরু থেকে গণনা পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান থাকবে।

আরও পড়ুন


শুরুতেই ভোট দিলেন তৈমূর

news24bd.tv এসএম