কাজাখস্তানে সহিংসতার জেরে নিহত বেড়ে ২২৫

সংগৃহীত ছবি

কাজাখস্তানে সহিংসতার জেরে নিহত বেড়ে ২২৫

অনলাইন ডেস্ক

কাজাখস্তানে তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতা এবং সরকারপতনের জেরে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৫ জনে দাঁড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর ১৯ জন সদস্যও রয়েছেন নিহতদের তালিকায়।

শনিবার দেশটির প্রোসিকিউটর কার্যালয়ের এক প্রতিনিধি সেরিক শালাবায়েভ সংক্ষিপ্ত বিবৃতিতে এসব তথ্য জানান। এটিকে ‘সন্ত্রাসী’হামলা উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এতে বেসামরিক লোকও নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এর আগে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, সহিংসতায় ৫০ জনের কম প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ২৬ জন ‘সন্ত্রাসী’এবং ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। গেল সপ্তাহে একটি স্থানীয় গণমাধ্যম থেকে সংহিংসতায় ১৬৪ জন নিহত ওয়ার খবর জানা যায়।

আরও পড়ুন:


নাসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু


সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় দেশটিতে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে গেল ৫ জানুয়ারি কাজাখস্তানে সরকারের পতন ঘটে। একই সঙ্গে দেশজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। সূত্র: আল-জাজিরা

news24bd.tv রিমু