দুই ম্যাচ পর অবশেষে জয় পেল পিএসজি

পিএসজি

দুই ম্যাচ পর অবশেষে জয় পেল পিএসজি

অনলাইন ডেস্ক

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ২১তম রাউন্ডে শনিবার স্টেড ব্রেস্তের  বিপক্ষে ২-০ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে পিএসজি। লিগে টানা দুই ম্যাচ ড্র করার পর এই জয়ে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো মাওরিসিও পচেত্তিনোর দল। অন্যদিকে ইতালিয়ান সিরি আ লিগে উদিনেসকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্তাস।

আরও পড়ুন:


কাজাখস্তানে সহিংসতার জেরে নিহত বেড়ে ২২৫


লিগে টানা দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট হারানোর পর এই ম্যাচটায় পচেত্তিনোর উপর ছিলো বাড়তি চাপ।

করোনা থেকে সেরে উঠলেও ম্যাচ ফিটনেসে ঘাটতি থাকায় মেসিকে বাইরে রেখে একাদশ সাজান কোচ। অ্যাংকেল ইনজুরি থাকায় নেইমার আগে থেকেই আছেন মাঠের বাইরে।  

আক্রমণভাগে ইকার্দি, এমবাপ্পে আর ডি মারিয়াকে নিয়ে পচেত্তিনোর ৪-৩-৩ ফরমেশনে পুরো সময়টায় পিএসজি খেলে আক্রমণাত্মক ফুটবল। মুহুর্মুহু আক্রমণগুলো বারবার হোঁচট খেয়েছে ব্রেস্তের জমাট রক্ষণে।

৩২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে দলকে উল্লাসে ভাসান। বক্সের লাইন থেকে মাটি কামড়ানো শট ফাঁকি দেয় প্রতিপক্ষের গোলরক্ষককে। ম্যাচের ৫৩ মিনিটে মেন্ডিস-কেহরিরের ওয়ান টাচ ফুটবলে দ্বিতীয় উদযাপন। ঠাণ্ডা মাথার ফিনিশিং কেহরের এর। শেষে ২-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা।

সিরি আ লিগে উদিনেসের বিপক্ষে জুভেন্তাস কোচের ফরমেশন ৪-২-৩-১। কেন কে সামনে রেখে অ্যাটাকিং মিডফিল্ডে ভরসার নাম দিবালা।

প্রতিদান দিয়েছেন ম্যাচের ১৯ মিনিটেই। কেনের সঙ্গে ওয়ান টু ওয়ান কম্বিনেশনে দিবালার ঠাণ্ডা মাথার ফিনিশিং। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্তাস।

news24bd.tv রিমু