চলতি মাসেই নিরাপত্তা ইস্যুতে ফ্রান্সের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে জাপান। পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের দাবি এবং উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের দিকে নজর রেখে অনুষ্ঠিত হবে এ বৈঠক।
জাপান টাইমস জানায়, চলতি জানুয়ারিতেই মন্ত্রী পর্যায়ের ঐ ভার্চুয়াল বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছে জাপান সরকার।
দ্বিপাক্ষিক বৈঠকে প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলে সামরিক হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হতে পারে।
টোকিও এবং প্যারিস প্রাথমিকভাবে ২০২১ সালের শেষ নাগাদ জাপানে ব্যক্তিগতভাবে টু-প্লাস-টু মিটিং করার পরিকল্পনা করে। কিন্তু করোনভাইরাস মহামারীর কারণে এটি স্থগিত করা হয়।
news24bd.tv/এমি-জান্নাত