সাভারের পূর্ব রাজাশন থেকে অটোরিকশা ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। আটকৃতরা হলেন- মো. পারভেজ শেখ (২৮), আল-আমিন (২২), মো. আজাহার আলী (৪৩) ও মো. মাহতাব (৪২)।
আজ দুপুরে র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জানুয়ারি এক ভুক্তভোগী অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ করেন।
আরও পড়ুন: নাসিক নির্বাচন: ভোটারদের উপস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ রিটার্নিং কর্মকর্তার
র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা আন্তঃজেলা ছিনতাইকারী সদস্য বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।