নাসিক নির্বাচনে ভোট দেওয়ার পর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, নির্বাচনে একজন জিতবেন একজন হারবেন। অনেক সময় দেখা যায় ফ্রিঙ্গার প্রিন্ট সমস্যা করে। আজ সেটা করেনি। এটা আমার দেশ, আমাদের দেশ।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সৈনিক। জাতির পিতার কন্যা শেখ হাসিনা ৫ বছর আগে একটা মিটিংয়ে বলেছিলেন, আমি নীলকণ্ঠী। আমি সব বিষকে হজম করি । প্রধানমন্ত্রী আমার আদর্শের প্রতীক। উনি যদি নীলকন্ঠ হতে পারেন, আমারও নীলকন্ঠ হওয়ার চেষ্টা করা উচিৎ। হৃদয়ে রক্তক্ষরণ আছে, কষ্টও আছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য অনেক মহল উঠে পরে লেগেছে ভৌগলিক কারণে।
শামীম ওসমান আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পরিবেশটাকে সুষ্ঠু রাখতে হবে। সাংবাদিকদের কারণে এলাকা শান্ত হয়েছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, নির্বাচন সুষ্ঠু হবে। তাই হয়েছে। জনগণ সন্তুষ্ট কিনা এটা গুরুত্বপূর্ণ। প্রার্থী সন্তুষ্ট কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। যত বেশি কাজ করা যাবে জণগণ তত বেশি উপকৃত হবে।
আমি আমার জাতির পিতার কন্যার কাছে যা যা চেয়েছি, পেয়েছি।
news24bd.tv/এমি-জান্নাত