মেক্সিকোর একটি অপরাধী দলের প্রধানকে ৬০ বছরের কারাদণ্ড

সংগৃহীত ছবি

মেক্সিকোর একটি অপরাধী দলের প্রধানকে ৬০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

মেক্সিকোর একটি বড় অপরাধী দলের প্রধান হোসে এন্তোনিও ইয়েপেজকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে দেশটির রাষ্ট্রীয় পেট্রোলিয়াম মজুদাগার থেকে বড় পর্যায়ের চুরির অভিযোগ ছিল বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

সংবাদমাধ্যমটি জানায়, ওই অভিযোগ ছাড়াও মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাহুয়াতো প্রদেশে বিভিন্ন সহিংসতার পেছনে দায়ী ছিলেন তিনি। নিজ দেশে এল মারো নামে পরিচিত ইয়েপেজ সান্তা রোজা দে লিমা মাদক গ্যাংয়ের প্রধান ছিলেন।

আরও পড়ুন:

হৃদয়ে রক্তক্ষরণ আছে; কষ্টও আছে : শামীম ওসমান

এই দলটি মূলত গুয়ানাহুয়াতো প্রদেশে সক্রিয়। প্রদেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়, ইয়েপেজ ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগের সত্যতা পেয়েছে আদালত।

রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শুক্রবার বলেছে যে এল মারোকে এই অঞ্চলের একটি আদালত সাজা দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, তার বিরুদ্ধে এখনও হত্যার চেষ্টা, জ্বালানি ছিনতাই এবং সংগঠিত অপরাধের অভিযোগ রয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত