সৌদি আরবে হচ্ছে বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির কারখানা

সংগৃহীত ছবি

সৌদি আরবে হচ্ছে বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির কারখানা

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবে বিদ্যুচ্চালিত গাড়ি তৈরির কারখানা করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লুসিড মোটরস। ২০২৫ কিংবা ২০২৬ সালের মধ্যে কারখানাটি করতে দেশটির মন্ত্রণালয়গুলোর সঙ্গে তারা আলোচনা করেছে বলে জানিয়েছে আরব নিউজ।

লুসিড চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রে সফলভাবে গাড়ি উৎপাদন ও বিক্রি করছেন তারা। বর্তমানে তাদের মনোযোগ সৌদি আরবে।

অংশীদারিত্বের ভিত্তিতে লুসিড এ কারখানা তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

মেক্সিকোর একটি অপরাধী দলের প্রধানকে ৬০ বছরের কারাদণ্ড

হৃদয়ে রক্তক্ষরণ আছে; কষ্টও আছে : শামীম ওসমান

৫৭৭ ইউনিট গাড়ি গ্রাহকদের হাতে পৌঁছে দেয়াই গেল বছরে লক্ষ্য ছিল ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটির। এদের মধ্যে ৫২০ ইউনিট ড্রিম সংস্করণের বলে জানিয়েছে আরব নিউজ।

news24bd.tv/এমি-জান্নাত