বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু

প্রতীকী ছবি

বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক

একাদশ জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে।

 আজ রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

অধিবেশনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভাষণ দিচ্ছেন।

অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়।

তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর শোকপ্রস্তাব আনা হয়। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের অধিবেশন মুলতবি করা হবে।

আরও পড়ুন: আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনও সিদ্ধান্ত নেই: শিক্ষামন্ত্রী

news24bd.tv/ কামরুল