লেবাননে চরমে মুদ্রাস্ফীতি

সংগৃহীত ছবি

লেবাননে চরমে মুদ্রাস্ফীতি

ডেস্ক রিপোর্ট

লেবাননে মুদ্রাস্ফীতি চরমে উঠেছে। দেশটির রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক মন্দায় সবার মতো দুর্ভোগ পোহাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও।  বেহাল অবস্থা প্রবাসী নারী কর্মীদেরও। এমন পরিস্থিতিতে দেশে ফেরা অব্যাহত রয়েছে বাংলাদেশি শ্রমিকদের।

২০২০ এর প্রথম ভাগে লেবাননে সরকার পরিবর্তনে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। তারওপর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় করোনা। ডলারের বিপরীতে লেবানন মুদ্রার ব্যাপক পতন হওয়ায় প্রবাসী শ্রমিকদের বেতন কমে যায়। কর্মহীন হয়ে পড়ে অনেক বাংলাদেশি অভিবাসী।

ফলে চরম খাদ্য ও অর্থ সংকটে পড়ে তারা।

আরও পড়ুন:

মেক্সিকোর একটি অপরাধী দলের প্রধানকে ৬০ বছরের কারাদণ্ড

হৃদয়ে রক্তক্ষরণ আছে; কষ্টও আছে : শামীম ওসমান

তাইতো ২ বছর আগেও মধ্যপ্রাচ্যের এই দেশটিতে যেখানে নারী পুরুষ মিলিয়ে ছিলো প্রায় দেড় লাখ বাংলাদেশি। সেখানে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ হাজারে।
 
নারী কর্মীরা অনেকের নিজ দেশে ফেরার ইচ্ছে থাকলেও বিমান টিকিটের ৪শত ডলারের অভাবে বাংলাদেশ দূতাবাসের নাম নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারছেনা।  

এমনবাস্তবতায় লেবাননে কাগজপত্রবিহীন শ্রমিকরা স্বল্পখরচে বাংলাদেশে যেতে সংশ্লিস্ট দপ্তরের সহযোগিতা কামনা করেন।

news24bd.tv/এমি-জান্নাত