১৩৪ কেন্দ্রের ফল: প্রায় ৪৮ হাজার ভোটে এগিয়ে নৌকা

নাসিক নির্বাচন

১৩৪ কেন্দ্রের ফল: প্রায় ৪৮ হাজার ভোটে এগিয়ে নৌকা

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের (নাসিক) চলছে ভোট গণনা। এখন পর্যন্ত ১৩৪টি কেন্দ্রের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১২১ ভোট। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৪৬৬ ভোট। তবে বেসরকারিভাবে কোনো ফল ঘোষণা করা হয়নি।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ১৯২টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নাসিক নির্বাচন

নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে সেলিনা হায়াৎ আইভী ও হাতি প্রতীকে তৈমুর আলম খন্দকার ছাড়াও দেয়ালঘড়ি প্রতীকে এ বি এম সিরাজুল মামুন, হাতপাখা প্রতীকে মাছুম বিল্লাহ, হাতঘড়ি প্রতীকে রাশেদ ফেরদৌস, বটগাছ প্রতীকে মো. জসিম উদ্দিন ও ঘোড়া প্রতীকে কামরুল ইসলাম (ঘোড়া) মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উল্লেখ্য, নাসিকের ২৭ ওয়ার্ডের ১৯২টি ভোট কেন্দ্রে এক হাজার ৩৩৩ ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার দিনভর তাদের ভোটাধিকার প্রয়োজন করেছেন।

#অর্ধেকের কাছাকাছি বেশি ভোটে এগিয়ে নৌকা

# নাসিক নির্বাচন: ৮১ কেন্দ্রে এগিয়ে নৌকা

# নাসিক নির্বাচন: ৫৪ কেন্দ্রে এগিয়ে নৌকা

news24bd.tv/ নাজিম