মাদার অব অল ড্রাগস কোনটি! (দেখুন ভিডিওতে)

ফাইল ছবি

মাদার অব অল ড্রাগস কোনটি! (দেখুন ভিডিওতে)

আশিকুর রহমান শ্রাবণ

বাংলাদেশে এই মাদকটির বিস্তার ঘটে ১৯৮৪ সালে। গত প্রায় ৩৯ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কখনো কখনো এই মাদক ব্যবসায়ীরা কোনঠাসা হয়েছে, আবার ঘুরে দাঁড়িয়েছে।

কিন্তু একেবারেই বন্ধ হয়নি চোরাচালান। এবং এই মাদক প্রজন্ম থেকে প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে, অন্ধকারের গহ্বরে তলিয়ে দিচ্ছে।

এই মাদক হলো মাদার অফ অল ড্রাগস খ্যাত হেরোইন। কারা করছে এই ব্যবসা বা কিভাবে এই সিন্ডিকেট পরিচালিত হয় সেই ব্যাপারে অনুসন্ধান করে "টিম আন্ডারকাভার"।

পরিসংখ্যান বলছে মাদকাসক্ত হয়ে হাসপাতালে চিকিসাধীন প্রায় ৩০ শতাংশ মানুষ এই হেরোইনে আসক্ত, যাদের মৃত্যুর অন্যতম কারণও এই হেরোইন। যতই কঠিন করে বলা হোক, আসলে হেরোইন অনেক সহজলভ্য একটি মাদকে পরিণত হয়েছে নানা মহল ও কতৃপক্ষের গাফিলতির কারণে।

এমন কথা বলছেন বিশ্লেষকরা।

সমাজ, রাষ্ট্র, ব্যক্তি এবং পরিবারকে বাঁচাতে হলে এখনই এই মাদকটির ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বন্ধ করতে হবে এই মাদকের বিস্তার এবং চোরাচালান।

news24bd.tv/এমি-জান্নাত    

এই রকম আরও টপিক