বাগাতিপাড়ার মেয়র হলেন বিএনপির বহিষ্কৃত লেলিন

বাগাতিপাড়ার মেয়র হলেন বিএনপির বহিষ্কৃত লেলিন

অনলাইন ডেস্ক

নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসরাম লেলিন (বিএনপি থেকে বহিষ্কৃত) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২ হাজার ২৮৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ময়মূর সুলতান পেয়েছেন ২ হাজার ১৮৮ ভোট।

রোববার (১৬ জানুয়ারি) বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি বিভাগীয় নির্বাচন কর্মকর্তা আহমদ আলী এ ফল ঘোষণা করেন।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। এখানে মোট ভোটার সংখ্যা আট হাজার ৫৮৫। নির্বাচনে মেয়র পদে চার, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, আইনি জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পর বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো।

news24bd.tv/ নাজিম