হাইতির প্রেসিডেন্ট হত্যা : সাবেক সিনেটর আটক

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে, ছবি : বিবিসি

হাইতির প্রেসিডেন্ট হত্যা : সাবেক সিনেটর আটক

অনলাইন ডেস্ক

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসে হত্যার প্রধান সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এক প্রতিবেদনে বিবিসি জানায়, এই অভিযোগে হাইতির সাবেক একজন সিনেটরকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ।  

জ্যামাইকা কনস্ট্যাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার জন জোয়েল জোসেফকে আটক করা হয়েছে।

গত বছর ৭ জুলাই হাইতির রাজধানীতে মোইসেকে তার বাসভবনে গুলি চালিয়ে হত্যা করা হয়।

 

অবশ্য জন জোয়েল জোসেফকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অনুরোধে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ডেনিস ব্রুকস। জানা গেছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে এফবিআই।

এক প্রতিবেদনে মিয়ামি হেরাল্ড বলছে, হাইতি পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে ১২৪ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে। তাতে উল্লেখ রয়েছে, প্রেসিডেন্টকে হত্যার ব্যাপারে জন জোয়েলের হাত রয়েছে।

আরও পড়ুন:

মেক্সিকোর একটি অপরাধী দলের প্রধানকে ৬০ বছরের কারাদণ্ড

হৃদয়ে রক্তক্ষরণ আছে; কষ্টও আছে : শামীম ওসমান

৫৩ বছর বয়সী মিঃ মোইসের হত্যার তদন্ত ধীর গতিতে হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদত্যাগের কারণে এটি আরও পিছিয়ে গেছে।

প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হাইতিতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জানা গেছে, হত্যাকাণ্ড তদন্তের সঙ্গে জড়িতদের হত্যার হুুমকি দেওয়া হয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত