টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

অনলাইন ডেস্ক

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।

রোববার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

অপর তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাতুরী প্রতীকের বাংলাদেশ ওয়ার্কাস পার্টির প্রার্থী গোলাম নওজব চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪৫ ভোট, ডাব প্রতীকের বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী পেয়েছেন ৪৩৮ ভোট আর মোটরগাড়ী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু পান ২ হাজার ৪৩৬ ভোট।

সহকারী রিটার্নিং অফিসার কামরুল হাসান জানান, মোট ৩ লাভ ৪০ হাজার ৩৭৮ ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৭৫১ জন। শতকরা হিসেবে ভোট পড়েছে ৩৫ শতাংশ।  

ভোট গ্রহণ শেষের কিছু আগে ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোলাম নওজব চৌধুরী নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।


আরও পড়ুন:

জয় পেলেন নৌকার আইভী

নির্বাচনের ফলাফল নিয়ে যা বললেন তৈমূর

নিজ বাড়ির উঠান থেকে প্রবাসীর স্ত্রী-মেয়ের মরদেহ উদ্ধার


এর আগে রোববার (১৬ জানুযারি) প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এই উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

গত বছর ১৬ নভেম্বর এ আসনে চার বারের নির্বাচিত সংসদ সদস্য, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।  

news24bd.tv/ নাজিম