উন্নয়নের ধারা ব্যাহত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: এলজিআরডি মন্ত্রী

ফাইল ছবি

উন্নয়নের ধারা ব্যাহত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: এলজিআরডি মন্ত্রী

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উন্নয়নের ধারা ব্যাহত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে।

দেশের উন্নয়নকে ব্যাহত, দেশের মানুষকে দারিদ্র্য ও ভিখারি করে রাখতেই তাদের এ ষড়যন্ত্র।

তিনি বলেন, দেশ এগিয়ে যাক, দেশের মানুষ উন্নত জীবন নির্বাহ করুক, বিশ্ব দরবারে মাথা উঁচু করে মর্যাদার আসনে আসীন হোক এটা অনেকের সহ্য হয় না। এদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে তাদেরকে রুখে দিতে হবে।


আরও পড়ুন:

জয় পেলেন নৌকার আইভী

নির্বাচনের ফলাফল নিয়ে যা বললেন তৈমূর

নিজ বাড়ির উঠান থেকে প্রবাসীর স্ত্রী-মেয়ের মরদেহ উদ্ধার


বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহ্বায়ক হাবিবুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহম্মদ মুহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv/ নাজিম