একশোর আগে গুটিয়ে গেলো বাংলাদেশের যুবারা

একশোর আগে গুটিয়ে গেলো বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক

বিশ্ব চ্যাম্পিয়ন তকমা নিয়েই ওয়েস্ট ইন্ডিজে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো ধ্বস নেমেছে টাইগার যুবাদের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভার ২ বলে মাত্র ৯৭ রানে গুটিয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্যাট করতে নেমে ৫১ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

সেখান থেকে দশম ব্যাটসম্যান নাঈমুর রহমান ও একাদশ ব্যাটসম্যান রিপন মন্ডল মিলে দলীয় সংগ্রহকে নিয়ে যান ৯৭ রান পর্যন্ত। দলকে বাঁচান যুব বিশ্বকাপের অন্যতম দলীয় সর্বনিম্ন রানের হাত থেকে।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন রিপন মন্ডল। এসএম মেহরব ১৪, আইচ মোল্লা ১৩ ও নাঈমুর রহমান এনে দেন ১১ রান।

বাকি ব্যাটসম্যানরা দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি।


আরও পড়ুন:

জয় পেলেন নৌকার আইভী

নির্বাচনের ফলাফল নিয়ে যা বললেন তৈমূর

নিজ বাড়ির উঠান থেকে প্রবাসীর স্ত্রী-মেয়ের মরদেহ উদ্ধার


ইংল্যান্ডের হয়ে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বল হাতে দাপট দেখিয়েছেন জোশুয়া বয়ডেন। একাই শিকার করেছেন চার উইকেট। সঙ্গে টমাস অ্যাসপিনওয়ান নেন দুটি উইকেট।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লাহ, মোহাম্মদ ফাহিম (উইকেটরক্ষক), আবদুল্লাহ আল মামুন, এসএম মেহেরব, আশিকুর রহমান, রাকিবুল হাসান (অধিনায়ক), নাইমুর রহমান, রিপন মন্ডল।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল:
জর্জ থমাস, জ্যাকব বেথেল, টম প্রেস্ট (অধিনায়ক), জেমস রেও, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল, অ্যালেক্স হর্টন (উইকেটরক্ষক), জেমস সেলস, থমাস অস্পিনওয়াল, ফতেহ সিং, জসুয়া বয়ডেন।

news24bd.tv/ নাজিম