পিস্তল ঠেকিয়ে ছিনতাই

পিস্তল ঠেকিয়ে ছিনতাই

অনলাইন ডেস্ক

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার নাম আনোয়ার হোসেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 ছিনতাইকারীরা তার কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মুহূর্তেই পালিয়ে যায়।

আনোয়ার হোসেন বলেন, খিলগাঁও সিফাইবাগে বাসায় যাওয়ার উদ্দেশ্যে অফিস শেষ করে প্রতিদিনের মতো বাংলামোটর এলাকা থেকে রিকশায় উঠে খিলগাঁও চৌরাস্তা পার হই। এরপরই সিপাহীবাগ ফুটপাতের পাশ থেকে অপর একটি রিকশায় থাকা তিন ছিনতাইকারী আমার পথ রোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাদের হাতে থাকা পিস্তল আমার পেটে ঠেকিয়ে যা আছে দিয়ে দিতে বলে। আমি মানিব্যাগ থেকে ১২ হাজার টাকা দিয়ে দিই।

এ সময় পাশের ফুটপাত দিয়ে অনেকে চলাচল করলেও কেউ তাদের প্রতিরোধ করেনি।

তিনি আরো বলেন, ছিনতাইকারীদের পরনে কোর্ট প্যান্ট ছিল। দেখে চেনার উপায় নেই তারা ছিনতাইকারী। যে রিকশাতে তারা ছিল সেই রিকশার চালকও ছিনতাইকারী চক্রের সদস্য বলে মনে হয়েছে।

খিলগাঁও থানার ওসি ফারুকুল বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে কেউ অভিযোগ করেনি।

আরও পড়ুন:

‘কম্বলটা যে দিছে আল্লাহ যেনো তার ভালা করে’

‌‘তোমার পত্রিকার মালিক বায় হাজার বছর বাঁচুক’

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক