নতুন কাপড় পরার সময় যে দোয়া পড়তে হয়

প্রতীকী ছবি

নতুন কাপড় পরার সময় যে দোয়া পড়তে হয়

অনলাইন ডেস্ক

নতুন কাপড় পরার সময় যে দোয়া পড়তে হয় তা নিম্নে দেওয়া হল-

আরবি উচ্চারণ : ‘আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ লাহু ওয়া আউজুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু।

বাংলা অর্থ : হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য। এটা আপনি আমাকে পরিয়েছেন, আপনি আপনার কাছে এর মধ্যে নিহিত কল্যাণ এবং যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে তার কল্যাণ চাইছি। আর এর মধ্যে নিহিত ক্ষতি এবং যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই’।

উপকারিতা : আবু সাঈদ (রা.) বলেন, রাসুল (সা.) নতুন কাপড় পরার সময় প্রথমে সেটির নাম নিতেন। যেমন—পাগড়ি, জামা অথবা চাদর। এরপর দোয়া পড়তেন। (তিরমিজি, হাদিস : ১৭৬৭)

আরও পড়ুন:


যে দোয়ায় অনবরত সওয়াব লেখা হয়

যে সাহাবির লাশ মাটি গিলে ফেলেছে

news24bd.tv রিমু