স্প্যানিশ সুপার কাপের শিরোপা রিয়ালের ঘরে

সংগৃহীত ছবি

স্প্যানিশ সুপার কাপের শিরোপা রিয়ালের ঘরে

অনলাইন ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে ১২তম বারের মতো শিরোপা ঘরে তুললো লস ব্লাংকোসরা। গোল করেছেন লুকা মাদ্রিচ ও করিম বেনজেমা।

রোববার রাতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সুপার কাপের ফাইনালের মঞ্চে ট্রফি হাতে উৎসব রিয়াল মাদ্রিদের।

বিলবাওেয়ের চতুর্থবারের মতো শিরোপা জয়ের স্বপ্নভঙ্গের নায়ক রিয়ালের দুই প্রাণভোমরা লুকা মাদ্রিচ ও করিম বেনজেমা।

ম্যাচের শুরু থেকেই বিলবাওয়ের রক্ষণে চাপ প্রয়োগ করে খেলতে থাকে রিয়াল। কিন্তু বিলবাওয়ের জমাট রক্ষণে বারবার প্রতিহত হয় কাসিমিরো, মাদ্রিচ, বেনজেমাদের আক্রমণগুলো। ম্যাচের ৩৮ মিনিটে রদ্রিগো বল নিয়ে ঢুকে পড়েন বিলবাওয়ের বক্সে।

আলতো করে মাদ্রিচকে পাস দেন, সেখান থেকে ওয়ান টাচে এই ক্রোয়েট সেনসেশনের দুর্দান্ত ফিনিশিং।

আরও পড়ুন:


চট্টগ্রামে করোনায় মৃত্যু ৩, নতুন আক্রান্ত ৭৪২


বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১ মিনিটে বিলবাওয়ের বক্সে বেনজেমার শট ডিফেন্ডার আলভারসের হাতে লাগলে ভিএআর এর সাহায্যে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে লিড এনে দেন বেনজেমা।

news24bd.tv রিমু