মোজাম্বিকের দিকে ঝুঁকছে টেসলা

ফাইল ছবি

মোজাম্বিকের দিকে ঝুঁকছে টেসলা

অনলাইন ডেস্ক

বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির মূল উপাদান সংগ্রহের জন্য এবার মোজাম্বিকের দিকে ঝুঁকছে টেসলা। মূলত ব্যাটারি তৈরিতে ব্যবহূত গ্রাফাইট সংগ্রহে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা জায়ান্টটি এমন পদক্ষেপ নিচ্ছে।

চীনের আধিপত্য কমিয়ে আনতে টেসলার এটি প্রথম কোনো পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। গেল মাসে অস্ট্রেলিয়ার সিরাহ রিসোর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইলোন মাস্কের মালিকানাধীন টেসলা।

আরও পড়ুন:

সংবাদ সম্মেলন করবেন বাইডেন

বর্তমানে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের একটি দেশে বিশ্বের বৃহৎ গ্রাফাইট খনিগুলোর একটি পরিচালনা করছে সিরাহ রিসোর্স। সংশ্লিষ্টরা মনে করছেন, লিথিয়াম আয়ন ব্যাটারি জন্য গুরুত্বপূর্ণ খনিজ ধাতু উত্তোলনকারী কোনো কোম্পানির সঙ্গে ইভি নির্মাতা কোনো প্রতিষ্ঠানের এ চুক্তি নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। যদিও এখন পর্যন্ত চুক্তির অর্থমূল্য সম্পর্কে  কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

news24bd.tv/এমি-জান্নাত