ব্রণ দূর করবে অ্যালোভেরা

ব্রণ দূর করবে অ্যালোভেরা

অনলাইন ডেস্ক

ব্রণ দূর করতে ঘৃতকুমারী বা অ্যালোভেরা অনেক কার্যকরী। এতে থাকা এক ধরনের অ্যাসিড ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা।

১. ত্বক পরিষ্কার করে ধুয়ে মুছে নিন।

অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ত্বকে লাগান রাতে ঘুমানোর আগে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

২.সমপরিমাণ মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৩.আধা টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪.২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১/৪ চা চামচ লেবুর রস মিশিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে লাগান। ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৫.১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ৪ টেবিল চামচ মধু ও আধা চা চামচ দারুচিনির গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন।

৬.আমন্ড অয়েল ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন।


আরও পড়ুন:

বুস্টার ডোজ গ্রহণে বয়সসীমা কমল: স্বাস্থ্যমন্ত্রী

উন্নয়ন বিমূখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে: ওবায়দুল কাদের

নারীদের ভোট এককভাবে পেয়েছি: আইভি


৭.সমপরিমাণ অ্যালোভেরা জেল, শসার রস ও গোলাপজল মিশিয়ে নিন। তুলার টুকরো ভিজিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৮. ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ আপেল সিডার ভিনেগার ও  চা চামচ পানি মিশিয়ে নিন। মিশ্রণটি কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।  

news24bd.tv/ নাজিম

এই রকম আরও টপিক