৯০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে আইনজীবীর

সংগৃহীত ছবি

৯০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে আইনজীবীর

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার প্রবীণ আইনজীবী, পাঁচ বারের নির্বাচিত কুমিল্লা বারের সভাপতি মোহাম্মদ ইসমাইল ৯০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন। কনের নাম মিনোয়ারা আক্তার (৩৭)। রোববার দুপুরে নগরীর দেশয়ারী পট্টির এক ব্যাবসায়ীর মেয়ের সাথে তার বাসায় কাজী এনে পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ কাজ সম্পূর্ণ হয়।

মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন একা জীবন যাপন করেন।

এই বয়সে এসে তার সঙ্গী প্রয়োজন মনে করে তার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয় তার সন্তানেরা তাকে বিয়ে করাবে। তার ওষুধ পত্র খাওয়ানোসহ সেবাযত্নের দায়িত্ব দেয়ার জন্য।

বিবাহ কাজ চলাকালে আইনজীবী মোহাম্মদ ইসমাইলের আত্বীয় স্বজন উপস্থিত ছিলেন। পরে কুমিল্লা বারের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ রুলস এন্ড পাবলিকেশন কমিটির সাবেক প্রেসিডেন্ট এড. কাইমুল হক রিংকুর নেতৃত্বে তার সহধর্মিনীসহ একটি প্রতিনিধি দল ইসমাইলের সঙ্গে কৌশল বিনিময় করে মিষ্টি মুখ করান।

এসময় তার পরিবারের জন্য সকালের কাছে দোয়া চান।

বিয়ে নিয়ে তার ছেলেরা বলেন, আমরা সানন্দে নিজ উদ্যাগে বিবাহের কাজ সম্পাদিত করেছি।

মোহাম্মদ ইসমাইল হোসেনের বড় ছেলে অ্যাড. মোহাম্মদ ইসহাক সিদ্দিকী, ‘আমি আগে জানতাম না। আব্বু বিয়ে করে আমাকে ফোন করেছেন। পরে আমি গিয়ে তাদের দুজনকে বাসায় তুলে এনেছি। ’

মোহাম্মদ ইসমাইল এর প্রথম স্ত্রী মাহমুদা বেগম সাত বছর পূর্বে মারা যান। প্রথম সংসারে পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।  

news24bd.tv/আলী