এএফসি কাপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ কেরালা-ম্যাজিয়া

ফাইল ছবি

এএফসি কাপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ কেরালা-ম্যাজিয়া

অনলাইন ডেস্ক

এএফসি কাপ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হলো গতকাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ডি গ্রুপে খেলবে মালদ্বীপের ক্লাব ম্যাজিয়া ও ভারতীয় ক্লাব গোকোলাম কেরালার সঙ্গে। মালদ্বীপের দিবেহি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে ম্যাজিয়া এবং ভারতের আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে কেরালা এবার এএফসি কাপ খেলবে। এছাড়াও ডি গ্রুপে  কিংসের সঙ্গী হতে পারে আবাহনী লিমিটেড।

তাদেরকে প্রিলিমিনারি রাউন্ড ও প্লে-অফ পর্বের বাধা পাড়ি দিয়ে আসতে হবে। এএফসি কাপে গ্রুপ পর্বের খেলা শুরু হবে ১৮ মে থেকে।

বাংলাদেশের ফুটবলে সম্ভাব্য সব ট্রফি জয়ের পর বসুন্ধরা কিংসের লক্ষ্য এশিয়ান ফুটবলে আধিপত্য বিস্তার করা। সেই লক্ষ্যে গত বছর তারা অংশ নেয় এএফসি কাপে।

প্রথমবারের মতো বসুন্ধরা কিংস এএফসি কাপে খেলে ২০২০ সালে। সেবার এক ম্যাচ খেলার পরই করোনাভাইরাসের কারণে এএফসি কাপ স্থগিত হয়ে যায়। এশিয়ান ক্লাব ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে টিসি স্পোর্টসকে হারিয়েছিল বসুন্ধরা কিংস। গতবার এএফসি কাপে অংশ নেয় অস্কার ব্রুজোনের দল। তিনটি ম্যাচ খেলে কোনোটাতে না হারলেও গ্রুপ পর্বের বাধা পাড়ি দিতে পারেনি কিংস।

এদিকে গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের সঙ্গী হতে আবাহনী লিমিটেডকে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে। প্রিলিমিনারি রাউন্ড দুইয়ে তারা খেলবে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া অথবা ভুটানের ক্লাব পারোর সঙ্গে। এই রাউন্ড পাড়ি দিলে প্লে-অফ রাউন্ডে তাদের সামনে পড়তে পারে ভারতীয় ক্লাব এটিকে মোহনবাগান। প্লে-অফ রাউন্ড জিতলে গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের সঙ্গী হতে পারবে আবাহনী। ১২ এপ্রিল প্রিলিমিনারি রাউন্ড দুই এবং ১৯ এপ্রিল প্লে-অফ রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা।

news24bd.tv/আলী