টেকনাফের ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী

টেকনাফের ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়েছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা। এসময় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য শামসুল আলমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য বলে দাবি এপিবিএন পুলিশের।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।

এসময় তিনি জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৫নং আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের আলীখালী এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী শামসুল আলমকে তার বসত ঘরের সামনে থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের একটি মামলা আদালতে বিচারাধীন আছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন


উত্তাল শাবি, রাতভর শিক্ষার্থীদের আন্দোলন

news24bd.tv এসএম