এএফসি কাপে 'ডি' গ্রুপে বসুন্ধরা কিংস

সংগৃহীত ছবি

এএফসি কাপে 'ডি' গ্রুপে বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক

অনুষ্ঠিত হয়েছে এএফসি কাপ-২০২২ আসরের ড্র। গতকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসি কাপের ড্র অনুষ্ঠিত হয়।

এএফসি কাপ-২০২২ এর আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে ‘ডি’ গ্রুপে। যে গ্রুপের অন্য তিন দলের দুটি হচ্ছে ভারতের গোকুলাম কেরালা এফসি এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।

চতুর্থ দলটি আসবে প্লে-অফ থেকে। বসুন্ধরা কিংসের পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় দল আবাহনীও খেলবে এএফসি কাপে। তবে তারা খেলবে গতবারের মতো প্লে-অফ পর্বে।

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের উর্ধ্বগতি।

যে কারণে খেলা সেন্ট্রাল ভেন্যুতে হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

আরও পড়ুন:


 

উত্তাল শাবি, রাতভর শিক্ষার্থীদের আন্দোলন


বসুন্ধরা কিংস স্বাগতিক হতে চায়। দেশের প্রথম দল হিসেবে এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আছে আবাহনীর। ড্রতে নির্ধারিত হয়েছে লাইনআপ। আবাহনীকে প্রিলিমিনারি রাউন্ড থেকে শুরু করতে হচ্ছে। ১২ এপ্রিল প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের ভ্যালেন্সিয়া ও ভুটানের পারো এফসির মধ্যে বিজয়ী কোন একটি দল।

news24bd.tv রিমু