মরক্কো উপকূলে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৩

সংগৃহীত ছবি

মরক্কো উপকূলে নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৩

অনলাইন ডেস্ক

মরক্কো উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাডুবে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে বলে। দেশটির বন্দর নগরী তারফায়ার উপকূলে নৌকাডুবিতে এই হতাহতের ঘটনা ঘটে।

গতকাল সোমবার স্পেনের দাতব্য সংস্থা কামিনান্দো ফ্রন্টিয়ার্স এসব তথ্য জানায়।

এসময় অন্তত ১০ জনকে উদ্ধার করা হয় বলে জানান সংগঠনটির মুখপাত্র।

তিনি জানান, নৌকায় থাকা অভিবাসন প্রত্যাশীরা সাহায্যের জন্য গত রবিবার থেকেই যোগাযোগের চেষ্টা করছিল। কয়েক ঘণ্টা চেষ্টার পর মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সমর্থ হন তারা। পরে দেশটির সহায়তায় উদ্ধার কাজ চালানো হয়।

তবে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হলেও এখন পর্যন্ত মাত্র দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:


মেসি-সালাহদের পেছনে ফেলে ফের ফিফার বর্ষসেরা লেভানদোভস্কি


আফ্রিকার দেশগুলো থেকে স্পেনের ক্যানারি দ্বীপে পাড়ি জমানোর পথে এই দুর্ঘটনার শিকার হন অভিবাসন প্রত্যাশীরা। ক্যামিনাডো ফ্রন্টিরাসের তথ্যমতে, গতবছর এ পথে স্পেনে যাওয়ার চেষ্টা করে চার হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত অথবা নিখোঁজ হয়েছেন। অধিকাংশের মরদেহ খুঁজে পাওয়া যায়নি। সূত্র: এনডি টিভি

news24bd.tv রিমু