ইসি গঠনের আইন হবে ‘যেই লাউ সেই কদু’: বিএনপি

ইসি গঠনের আইন হবে ‘যেই লাউ সেই কদু’: বিএনপি

অনলাইন ডেস্ক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনের চলমান প্রক্রিয়াকে দলীয় স্বার্থে আইনি রূপ দেওয়ার সরকারি অপপ্রয়াস চলছে। আর এর ফলাফল হবে ‘যেই লাউ, সেই কদু’।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, অনুগত ও অপদার্থ নির্বাচন কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে দলীয় স্বার্থে আইনি রূপ দেওয়ার সরকারি অপপ্রয়াসের ফলাফল হবে ‘যেই লাউ, সেই কদু’।

এবার সম্ভবত: হতে যাচ্ছে একটি পচা কদু। বিনা ভোটে অনির্বাচিত একটি অবৈধ সরকারের নিকট থেকে জনগণ এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করে না।  

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, একটি নিরপেক্ষ, স্বাধীন যোগ্য নির্বাচন কমিশন গঠনের নৈতিক যোগ্যতা ও সামর্থ্য আছে শুধু একটি নির্বাচিত সরকারের।

তিনি বলেন, এই সরকার কর্তৃক গঠিত নির্বাচন কমিশনের অধীন বিএনপি নির্বাচনে যাবে না এবং জনগণও নির্বাচন হতে দেবে না 

news24bd.tv/ নাজিম