গাছে পানি দিতে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

গাছে পানি দিতে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর শান্তিনগরে একটি ভবনের চার তালার ছাদ থেকে পড়ে মাকসুদা বেগম (৪৯)  নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে শান্তিনগরের চামেলীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদা বেগমের ভাগিনা মাহিম সরকার জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা গ্রামে। শান্তিনগর চামেলীবাগের ওই বাসার চার তলায় ভাড়া থাকতেন তার খালা।

আর তার খালু গোলাম মোস্তফা চামেলীবাগ এলাকায় কাঁচামালের ব্যবসা করেন।

তিনি জানান, তার খালা সকালে বাসার ছাদে গিয়েছিলো গাছে পানি দিতে। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে পুলিশের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

 


আরও পড়ুন:

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

মেসি-সালাহদের পেছনে ফেলে ফের ফিফার বর্ষসেরা লেভানদোভস্কি

সাবেক সাংসদ বদির দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ


পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, চামেলীবাগের ওই বাসার ছাদ থেকে এক নারী পড়ে গেছে বলে খবর পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

news24bd.tv/ নাজিম