চিত্রনায়িকা শিমু হত্যার রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি

ফাইল ছবি

চিত্রনায়িকা শিমু হত্যার রহস্য উন্মোচন, স্বামীর স্বীকারোক্তি

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে শিমু হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী শাখাওয়াত আলী নোবেল।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে নায়িকার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার। সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি মারুফ বলেন, শিমুকে হত্যায় তার স্বামী নোবেল ও লাশ গুমের সহযোগিতা করেছিল নোবেলের বন্ধু ফরহাদ।

তিনি আরও বলেন, এই ঘটনার পর আমরা শিমুর স্বামী নোবেল ও বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় তাদের গ্রেফতার করা হয়।

হত্যার কারণ জানতে চাইলে জেলার পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য জীবনে কলহ থাকায় তাকে (শিমু) হত্যা করা হয়েছে বলে জানায় নোবেল।

আর হত্যার পর লাশ গুমে সে বন্ধু ফরহাদের সহযোগিতা নেয়।

আরও পড়ুন


নাটোরে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে শুভ সংঘের কম্বল বিতরণ

news24bd.tv এসএম