রাজধানীর ডেমরায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নাজমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেমরার রাজমহল সিনেমা হলের পাশে একটি জুতার কারখানায় দুপুর ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন:
বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
মেসি-সালাহদের পেছনে ফেলে ফের ফিফার বর্ষসেরা লেভানদোভস্কি
সাবেক সাংসদ বদির দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
# ডেমরায় জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫টি ইউনিট