ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীকে দশ হাজার ইউরো জরিমানা 

সংগৃহীত ছবি

ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীকে দশ হাজার ইউরো জরিমানা 

অনলাইন ডেস্ক

ফ্রান্সে ঘৃণাবাদী বক্তব্য দেওয়ায় দেশটির উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী এরিক জেমোরকে দশ হাজার ইউরো জরিমানা করেছে প্যারিসের একটি আদালত। এক টিভি অনুষ্ঠান থেকেই মামলার সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

অনুষ্ঠানিটিতে নিঃসঙ্গ অভিবাসী শিশুদের চোর, ধর্ষক এবং খুনি হিসেবে আখ্যা দিয়েছিলেন এই প্রেসিডেন্ট প্রার্থী। এরিক জেমোর ইসলাম এবং অভিবাসী বিরোধী মতের জন্য পরিচিত।

আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আরও পড়ুন:

আবুধাবি বিমানবন্দরের কাছে তিনটি তেলের ট্রাকে বিস্ফোরণ

২০২০ সালের সেপ্টেম্বরে সিনিউজ টেলিভিশন চ্যানেলে অভিবাসী শিশুদের বিরুদ্ধে বক্তব্য রাখেন এরিক জেমোর। ওই চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন তিনি। তার বাকস্বাধীনতা সীমিত করা হয়েছে বলে রায়ের প্রতিক্রিয়ায় এক সামাজিক যোগাযোগমাধমের পোস্টে জানিয়েছেন জেমোর।

news24bd.tv/এমি-জান্নাত