ঝিনাইদহে কাউন্সিল প্রার্থী তোফাজ্জেল হোসেনকে (৪২) কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে হামদহ এলাকায় এঘটনা ঘটে।
আহত তোফাজ্জেল হামদহ কাঞ্চনপুর গ্রামের মৃত সাবেক কমিশনার সানাউল্লাহ সোনার ছেলে ও আল-মদিনা ডায়াগনেষ্টিক সেন্টারের মালিক।
জানা গেছে,রাতে তোফাজ্জেল কাজ শেষ করে বাড়ি ফিরছিল।
আহত তোফাজ্জেল হোসেনের ছোট ভাই মোজাম হোসেন জানান, সদর পৌরসভায় ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে আমার বড় ভাই ভোট করার জন্য ঘোষণা দিয়েছেন। সেজন্য বেশ কিছুদিন ধরে ওয়ার্ড বাসীর কাছে ভোট চাচ্ছেন তিনি। সে কারণেই প্রতিপক্ষরাই আমার ভাইকে কুপিয়ে জখম করেছে। যারা আমার ভাইকে কুপিয়েছে তারা মুখোশ পরিহিত ছিল।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
বসুন্ধরা বিটুমিনে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু টানেল
news24bd.tv এসএম