বসুন্ধরা গ্রুপের কম্বল পেল নকলার শীতার্তরা

শেরপুরের নকলা উপজেলায় বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করা হচ্ছে।

বসুন্ধরা গ্রুপের কম্বল পেল নকলার শীতার্তরা

অনলাইন ডেস্ক

শেরপুরের নকলা উপজেলায় বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করে শুভসংঘ।

কম্বল নিতে এসে ৭০  বছরের বীর মুক্তিযোদ্ধা জামালউদ্দিন বলেন, কালের কণ্ঠ শুভসংঘের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় শুভসংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করেছে প্রতিষ্ঠানটি।

 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার আহমেদ, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, সাধারণ সম্পাদক শামীম আলামিন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি প্রতিনিধি হাকিম বাবুল, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, শেরপুর জেলা শুভসংঘের সাধারণ সম্পাদক সোহেল রানা, নকলা উপজেলা কালের কণ্ঠের প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার প্রমুখ।

আরও পড়ুন:

হারুনের এক বক্তব্যেই সংসদে উত্তেজনা, হারুন বললেন...

news24bd.tv তৌহিদ